Wellcome to National Portal

কৃষিপণ্য বিপণন সংক্রান্ত কার্যক্রম

Main Comtent Skiped
\r\n\t                                                                                   \u09aa\u09cd\u09b0\u099a\u09be\u09b0\u09c7- \u0995\u09c3\u09b7\u09bf \u09ac\u09bf\u09aa\u09a3\u09a8 \u0985\u09a7\u09bf\u09a6\u09aa\u09cd\u09a4\u09b0, \u099d\u09bf\u09a8\u09be\u0987\u09a6\u09b9\u0964<\/p>","slug":"\u09b2\u09bf\u09ab\u09b2\u09c7\u099f-\u09aa\u09cd\u09b0\u099a\u09be\u09b0\u09aa\u09a4\u09cd\u09b0","publish_date":null,"archive_date":null,"publish":1,"is_right_side_bar":1,"site_id":84915,"created_at":"2023-12-19 03:57:15","updated_at":"2023-12-19 03:57:15","deleted_at":null,"created_by":98403,"updated_by":null,"deleted_by":null,"attachments":[],"image":{"id":688683,"disk_name":"6581147f21d34371365664.jpg","file_name":"10.jpg","file_size":342840,"content_type":"image\/jpeg","title":null,"description":null,"field":"image","sort_order":688683,"created_at":"2023-12-19 03:56:48","updated_at":"2023-12-19 03:57:15","deleted_at":null,"path":"https:\/\/file-khulna.portal.gov.bd\/uploads\/2d205dbd-ecbf-409e-8cbf-f54f48209d03\/\/658\/114\/7f2\/6581147f21d34371365664.jpg","extension":"jpg"}},"config":{"columns":[{"name":"title","displayName":"label.column.title","type":"text"},{"name":"body","displayName":"label.column.body","type":"html_text"},{"name":"attachments","displayName":"label.column.attachment","type":"file"},{"name":"image","displayName":"label.column.image","type":"image"}]},"content_type":{"id":16,"name":"\u09aa\u09be\u09a4\u09be","code":"Page","is_common":0,"icon":"icon-pencil-square-o","table_name":"Np\\Contents\\Models\\Page","status":1,"config":"{\r\n \"details\": {\r\n \"columns\": [\r\n {\r\n \"name\": \"title\",\r\n \"displayName\": \"label.column.title\",\r\n \"type\": \"text\"\r\n },\r\n {\r\n \"name\": \"body\",\r\n \"displayName\": \"label.column.body\",\r\n \"type\": \"html_text\"\r\n },\r\n {\r\n \"name\": \"attachments\",\r\n \"displayName\": \"label.column.attachment\",\r\n \"type\": \"file\"\r\n },\r\n {\r\n \"name\": \"image\",\r\n \"displayName\": \"label.column.image\",\r\n \"type\": \"image\"\r\n }\r\n ]\r\n }\r\n}","created_at":"2019-09-02 06:23:10","updated_at":"2021-08-06 04:55:07","deleted_at":null,"created_by":null,"updated_by":null,"deleted_by":null,"settings":[[]],"frequency":30},"title":""} -->
Leaflets/Promotions

(** কৃষি বিপণন আইন-২০১৮, কৃষিপণ্যের বাজার দর, কৃষিপণ্য নির্বিঘ্নে চলাচল ও বিপণন বিষয়ক প্রচার:

• কৃষি বিপণন আইন- ২০১৮, ৬৪ জেলার কৃষিপণ্যের বাজারদরসহ বিপণন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েব সাইট www.dam.gov.bd ডিজিট করে জানতে পারবেন।

• কৃষিপণ্য নির্বিঘ্নে চলাচলে বাঁধা সৃষ্টি হলে আপনি সংশ্লিষ্ট জেলা কৃষি বিপণন অধিদপ্তর (কৃষি বিপণন অধিদপ্তর, মর্ডান মোড় ১ নং পানির ট্যাংকির সামনে ঐতিহ্য ভিলা ২য় তলা) ঝিনাইদহ ফোন-০২৪৭৭৭৪৬৬৩৯ এবং মোবাইল ০১৭১৪-৫১৮২৪১ নম্বরে এবং সংশ্লিষ্ট পুলিশ বিভাগে যোগাযোগ করতে পারেন।

* কৃষিপণ্য ও কৃষি উপকরণের ব্যবসায়ীগণ কৃষি বিপণন আইন-২০১৮ মোতাবেক লাইসেন্স গ্রহণ করে ব্যবসাকার্য পরিচালনা করুন। বিধি মোতাবেক মার্কেট চার্জ/আড়তদারী গ্রহণ, প্রদান ও মানসম্মত ওজন ব্যবহার করুন।

• কৃষি বিপণন আইন ২০১৮ মোতাবেক কৃষি উপকরণ ও কৃষিপণ্যের পাইকারী ও খুচরা বিক্রয় মূল্য প্রকাশ্যে স্থানে বা মোড়কে বা দৃষ্টিগোচর হয় এমন স্থানে প্রদর্শন করুন।

• কৃষি বিপণন আইন-২০১৮ মোতাবেক কৃষিপণ্যের মোড়কে পণ্যের পুষ্টিমান ও উপাদানের শতকরা হার, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ বিক্রয় মূল্য উল্লেখ করুন।

• কৃষি বিপণন আইন ২০১৮ মোতাবেক সকল কৃষিপণ্যের ব্যাবসায়ীগণ ক্রয়কৃত পণ্যের মূল রশিদ দোকানে বা ব্যাবসা প্রতিষ্ঠানে সংরক্ষণ করুন।

*মনে রাখবেন আপনি হয়ত একটি পণ্য উৎপাদন বা বিপণন করে থাকেন কিন্তু আপনি বহুবিধ পণ্য ব্যবহার বা ভোগ করে থাকেন, অর্থাৎ আমি আপনি আমরা সকলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভোক্তা, সুতরাং ভোক্তার স্বার্থ সুরক্ষায় কাজ করবেন।

• পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকুন।

*প্লাস্টিক ফুল কিনবো না, পরিবেশ দূষণ করবো না। প্লাস্টিক ফুল আমদানী না করি দেশের টাকা দেশে রাখি।


কৃষক এবং ব্যবসায়ীগণ নিম্নের পদ্ধতি গুলো অনুসরণ করে পণ্য উৎপাদন ও বিপণন করবেন:


১। কৃষিপণ্য দক্ষতার সাথে বিপণন করুন।

২।  কৃষিপণ্য মাঠেই সাটিং, গ্রেডিং, প্যাকিং করুন, এতে আপনার খরচ কম হবে।

৩। উৎপাদনকারী যথাসম্ভব সরাসরি ক্রেতা/ ভোক্তার কাছে পণ্য বিক্রি করুন।

৪। খরচ বাঁচাতে ও অধিক সুবিধা পেতে কৃষিপণ্য দলভিত্তিতে বাজারজাত করুন।

৫। কৃষক বিপণন দল গঠন করুন, মনে রাখবেন উৎপাদনের পর সুসংগঠিত বিপণন চাষীর মূখে হাসির জাগরণ।

৬। কৃষিপণ্য বিপণনে অনৈতিক কার্য থেকে বিরত থাকুন।

৭। বিপণন ব্যবস্থা নিশ্চিত করে ফসল উৎপাদন করুন।

৮। মানসম্মত কৃষিপণ্য বিক্রি করুন, অধিক লাভবান হউন, গোবর কম্পোস্ট সবুজ সারে ফলন বাড়ে অধিকহারে।

৯। মানব স্বাস্থ্য ঝুকির আশংকা থাকে এমন কোন পণ্য বিপণন করবেন না।

১০।  বিষমুক্ত সবজি ও ফল বেশি করে উৎপাদন ও বিপণন করুন।

১১। ভোক্তা আপনার ক্রেতা, তাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য সবজি, ফল ও মাছে প্রিজারভেটিভ ব্যবহার বন্ধ করুন।

১২। শস্য ক্ষেতে পরিমিত কীটনাশক ব্যবহার করুন এবং ব্যবহারের অন্তত ৭-১০ দিন পর তা কর্তন ও বিক্রয় করুন।

১৩। শুধু উৎপাদন নয় নিজেকে কৃষি ব্যবসায় সম্পৃক্ত করুন।

১৪। মনে রাখবেন অপরের সমস্যার সমাধান করলে নিজের সমস্যা কেটে যায়।

১৫। টেকসই সমস্ত ব্যবসা বন্ধুত্বের উপর টিকে থাকে।

১৬। সঠিক পদ্ধতিতে পশু জবাই, চামড়া ছাড়ানো, শুকানো ও সংরক্ষনের ব্যবস্থা গ্রহণ করুন।

১৭ । পরিকল্পিত ও উন্নত বিপণন ব্যবস্থায় নিশ্চিত করতে পারে কৃষক ও ভোক্তার ন্যায্য অধিকার।

                                                                                           প্রচারে- কৃষি বিপণন অধিদপ্তর, ঝিনাইদহ।